
এবিএনএ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় বেরুবে আগামী ৮ই ফেব্রুয়ারি । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মামলার প্রধান অভিযুক্ত আসামী । গত দশ বছর যাবত মামলাটি পরিচালিত হচ্ছে । এখানে বিশেষ ভাবে উল্লেখ্য মামলাটি রুজু করা হয়েছিল ২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের নির্দেশে দুদকের পক্ষ থেকে । মামলাটি স্বাভাবিক প্রক্রিয়ায় পক্ষ বিপক্ষের যুক্তি তর্ক, সাক্ষীদের জেরা, তথ্য উপাত্ত উপস্হাপনের মাধ্যমে সমস্ত আনুষ্ঠানিকতা সমাপ্ত করে এখন রায়ের জন্য প্রস্তত । এটি সর্বজনবিদিত এবং আমি আবারও উল্লেখ করছি এই রায়ের ব্যপারে বর্তমান আওয়ামী সরকার কোন ধরনের প্রভাব বিস্তার করেনি এবং সেই অবকাশও নেই । এই রায়ের ফলাফলের ব্যপারে বিএনপি ইতিমধ্যেই অনেকটা অসহিষ্নু হয়ে উঠেছে যার কিছুটা প্রতিক্রিয়া আমরা দেখেছি গত ৩০শে January বকশী বাজার আদালত প্রাংগনে । বিএনপি সমর্থকদের সন্ত্রাসী তান্ডবে দেশের শান্তিপ্রিয় মানুষ বিস্মিত,হতবিহবল হয়ে পড়েছে । বিএনপি নেতিবাচক রায় হবে এটা মাথায় রেখেই গত ৩০শে জানুয়ারী সন্ত্রাসের ড্রেস রিহার্সেল দিয়েছে এবং রায়কে ঘিরে ৮ই ফেব্রুয়ারি সারা দেশে একটা অরাজক পরিস্হিতি সৃস্টির পায়তারা করছে। বিএনপি’র এই অশুভ তৎপরতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ স্বপক্ষ শক্তি দেশ প্রেমিক প্রতিটি নাগরিককে দেশের সর্বত্র তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে । কোন অবস্হাতেই বিএনপি যাতে কোন বিশৃংখল পরিস্হিতি সৃস্টি করতে না পারে তার জন্য সজাগ দৃস্টি রাখতে হবে । প্রবাসে এই নিউইয়র্কে স্বদেশে ৮ই ফেব্রুয়ারি আর এখানে ৭ই ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সার্বিক তত্বাবধায়নে বিএনপি’র যেকোন অপতৎপরতার বিরুদ্ধে যুগপৎ ব্যাপক সমাবেশ করা হবে । সমাবেশে এই প্রবাসের প্রতিটি সচেতন দেশপ্রেমিক নাগরিককে অংশগ্রহন করার উদাত্ত আহবান জানাচ্ছি ।জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে এই গতিকে করতে হবে আরো তরান্বিত এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছে সকল প্রস্ততি কিন্ত বিএনপি কোন ধরনের নিয়মতান্ত্রিক আন্দোলনের পথে না গিয়ে হটকারিতার পথ বেছে নিচ্ছে । সকল অনিয়মতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারী উচ্চারন করছি এবং এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে দেশের লক্ষ লক্ষ আওয়ামী নেতাকর্মীর কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করছি । জয় বাংলা, জয় বংগবন্ধু ।
Share this content: