জাতীয়

৮২ বছরে বিয়ে করলেন উপজেলা চেয়ারম্যান

এবিএনএ : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৮২ বছর বয়সে বিয়ে করলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল। সোমবার রাতে স্বল্প পরিসর আয়োজনে তিনি বিয়ে সম্পন্ন করেন। ৪ লাখ ১ হাজার টাকার দেনমোহরের মাধ্যমে হিলির রাজধানী মোড় এলাকার গোলাম মোস্তফার মেয়ে সাদিয়া পারভীনকে বিয়ে করেন। পাত্রের বয়স ৮২ বছর হলেও পাত্রীর বয়স ১৯। প্রেম ভালোবাসার বয়স যে কোনো বাধা হতে পারে না তা প্রমাণ করলেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল। গত কয়েক মাসের প্রেমের অবসান ঘটলো বিয়ে সম্পন্নের মাধ্যমে। উপজেলা চেয়ারম্যানের বিয়ে বিষয়টি এখন হিলির টক অফ দ্য টাউন হয়েছে। সর্বত্র এখন আলোচনা ও সমালোচনা এ বিয়েকে কেন্দ্র করে। এ বিয়য়ে আকরাম হোসেন মণ্ডল জানান, নিজেকে নিয়ে তিনি নিঃসঙ্গবোধ করছিলেন দীর্ঘদিন থেকে। কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নিলেও ছেলে ও মেয়েদের বাধার কারণে তিনি করতে পারেননি, তবে সময়-সুযোগ হাতে পেয়ে সময় নষ্ট না করে তিনি বিয়ে করলেন, সবার কাছে তিনি দোয়া চান বাকি জীবনটা সুখে শান্তিতে যেন কাটাতে পারেন।

Share this content:

Back to top button