
এবিএনএ: হঠাৎ করে যেন দিশেহারা বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের আউটের পর ব্যাটসম্যানরা যেন খেই হারিয়ে ফেলেন। তার মাশুল হিসাবে ১৯৯ রানেই ৭ উইকেট হারায় টাইগারর। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৯ রান। ওভার ৪৩।
শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। এশিয়া কাপে ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ হওয়ায় ফাইনালে ওপেনিংয়ে পরিবর্তন আনেন মাশরাফি।
লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে নামানো হয়। এই জুটি দারুণ শুরু করে। লিটন দাস ঝড়ো ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। মিরাজ ৩২ রান করে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ দিয়ে চলে যাওয়ার পর দ্রুতই পড়ে যায় ৫ উইকেট। ব্যাটিংয়ে এসে ২ রান করে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন।
টুর্নামেন্টে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৫ রানে সাজঘরের পথ ধরেন। কেদার যাদবের বলে বাজে শটে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েন মুশফিক। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে মিথুন বড় ধরণের ভুল করে বসেন। যুজবেন্দ্র চাহালকে ড্রাইভ করেছিলেন লিটন। ঝাঁপিয়ে বল ঠেকান রবীন্দ্র জাদেজা। এসময় মিথুন রান নিতে দৌড় দেন। আর এতেই রান আউট হয়ে ২ রান করে ফিরে যান মিথুন। এরপর মাহমুদুল্লাহ ৪ রানে ভোমরাকে ক্যাচ দেন কুলদীপের বলে।
Share this content: