আন্তর্জাতিকবাংলাদেশ

ধূলিঝড়ে আক্রান্ত বেইজিং ও চীনের উত্তরাঞ্চল

এবিএনএ : বায়ুদূষণের ব্যাপক প্রভাবে ভয়াবহ ধূলিঝড়ে আক্রান্ত হয়েছে রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলীয় বৃহৎ এলাকা। এছাড়া সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেধে দেয়া বায়ু দূষণের সহনীয় মাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
স্থানীয় অধিবাসীদের বাইরে বের হয়ে কাজ না করতে ও শিশু এবং বৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। ধূলিঝড়টি প্রতিবেশী মঙ্গোলিয়া ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া থেকে প্রবাহিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ১১ টায় আক্রান্ত অঞ্চলের বায়ুর গুণমান পরীক্ষা করে বেইজিং পরিবেশ এজেন্সি জানিয়েছে, ‘এখানকার বায়ুদূষণ খুব বাজে অবস্থায় পৌঁছেছে, বায়ুর পিএম২.৫ রেকর্ডে দেখা গেছে যে প্রতি ঘনমিটারে দূষিত বস্তুর উপস্থিতি প্রায় ৫শ’ মাইক্রোগ্রাম।’

Share this content:

Related Articles

Back to top button