বিনোদনলিড নিউজ

৫ মিনিটে কিমের আয় ৫০ লাখ ডলার

এবিএনএ: এ সময়ে বিশ্বজুড়ে সেক্স বোম্ব হিসেবে ব্যাপক পরিচিত কিম কারদাশিয়ান। তিনি যেখানেই যান সেখানেই শত শত ফটোসাংবাদিক। তাদের ক্যামেরা তাক করে থাকে তার আবেশী শরীরের দিকে। কোথায় কোন পোশাকের ভিতর দিচ্ছে শরীরের কোন অংশ অথবা আদৌও শরীরে কোনো পোশাক আছে কিনা- এমনটা আবিষ্কার করাই যেন তাদের লক্ষ্য। বার বার, প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছেন এই কিম। এখন এই এক কিম নামটি উচ্চারণ করলেই চোখের পর্দায় ভেসে ওঠে তার অনাবৃত শরীর। টগবগে একজন আবেদন সৃষ্টিকারী যুবতীর ছবি। তবে তার একটি সুখবর দিয়েছে পশ্চিমা মিডিয়া। তিনি নিজেই বের করেছেন একটি সুগন্ধি। বলা হচ্ছে, এর ফলে মাত্র ৫ মিনেটের মধ্যে তিনি আয় করে ফেলেছেন ৫০ লাখ ডলার। এই অর্থের সুঘ্রাণ তিনি সফলতার সঙ্গে নিতে পারছেন। কিম কারদাশিয়ান ৩৭ বছর বয়সী টিভি তারকা। তিনি মঙ্গলবার বাজারে ছেড়েছেন নিজের পারফিউম। এর নাম দিয়েছেন কিমোজি চেরি, কিমোটি পিচ এবং কিমোজি ভাইভস। প্রতিটি পারফিউমে নিজের নামের প্রথম অংশ যোগ করেছেন। এগুলো বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেন আকাশ ফুঁড়ে মহাশূন্যে পৌঁছে গেছেন কিম। তারকাদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে এমন একটি ওয়েবসাইট জানাচ্ছে, ওই পারফিউমগুলো বিক্রি শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে কিমের কোম্পানি ৫০ লাখ ডলারের মালিক হয়ে গেছে। প্রতি ৬০ সেকেন্ডে কিম হয়ে উঠেছেন ১০ লাখ ডলারের মালিক। এর চাহিদা অনলাইনে এত বেশি ছিল যে, কিম কারদাশিয়ানের ওয়েবসাইট ক্রাশ করেছে। ফলে ভক্তদের কাছে চাহিদা সামাল দিতে না পারার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এক পর্যায়ে যখন তার ওয়েবসাইট সক্রিয় হয় তখন সেখানে কিম লিখেছেন, আমাদের সাইট সক্রিয় হয়েছে। এখনও যদি আপনি কোনো সমস্যা বোধ করেন তাহলে দু’একটি মিনিট অপেক্ষার পর রিফ্রেশ করুন। ধৈর্য্য ধরার জন্য আপনাদের ধন্যবাদ। উল্লেখ্য, কিম কারদাশিয়ানের এসব পারফিউমের প্রতিটি বোতলের দাম ধরা হয়েছে প্রায় ৩৪ পাউন্ড। বাজারে ছাড়ার আগে এর রগরগে প্রমোশনাল ছবি পোস্ট করেন কিম নিজে। তাতে তিনি শরীরের সব পোশাক খুলে ফেলেন। সামান্য সুতার মতো অন্তর্বাস পরে যে পোস্ট দেন তা এখানে প্রকাশ করা শালীনতার পর্যায়ে পড়ে না। তিন সন্তানের মা তিনি। তারপরও তিনি শরীরকে যেভাবে ফুটিয়ে তোলেন তাতে লাখ লাখ যুবকের হৃদয় কেঁপে ওঠে। প্রমোশনাল ভিডিওতে তাকে দেখা যায় সাদা একটি বিকিনি পড়ে তিনি হাত-পা ছড়িয়ে দিয়ে শুয়ে আছেন একটি সান-লঞ্জারের ওপর। ইন্সটাগ্রামে তিনি যে ছবি প্রকাশ করেছেন তার চেয়ে বেশি রগরগে তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button