জাতীয়বাংলাদেশলিড নিউজ

৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

এ বি এন এ : চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল ঘোষণার সময় বলেন, ঐসব প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কেন ফেল করল তা বিশ্লেষণ করে অবশ্যই ব্যবস্থা নেব।
এবার ঢাকা, কুমিল্লা ও যশোর বোর্ডে ৩টি করে, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ২টি করে এবং সিলেট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ৩৭টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। তবে কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

Share this content:

Back to top button