আইন ও আদালতলিড নিউজ
যে দুই শর্তে জামিন পেলেন মিন্নি

এবিএনএ: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে এক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছেন আদালত। এই শর্তানুযায়ী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং বাবার জিম্মায় থাকবেন।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। রায়ে আদালত বলেন, জামিনে থাকা অবস্থায় মিন্নি তাঁর বাবার জিম্মায় থাকবেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। ব্যত্যয় ঘটলে তাঁর জামিন বাতিল হবে।
Share this content: