বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নজরুল

এবিএনএ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শুধুই প্রতিবাদে এ সরকারের অনাচার-নির্যাতন বন্ধ হবে বলে মনে হয় না। তাদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী দিনে সেই বিষয়টি মাথায় রেখেই ২০ দলীয় জোট সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাজধানীর এফডিসি মোড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের ওপর হামলার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডিএলের সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মনি প্রমুখ। অলি আহমেদের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়ে জোটের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, দিন যতই যাচ্ছে, ততই পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল-মতের ঊর্ধ্বে উঠে দাবি আদায়ে মাঠে নেমেছে। কিন্তু তাদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। আন্দোলনকারীদের নেতারা এখন গুম হয়ে আছেন। জেলখানায় আছেন, রিমান্ডে আছেন। সবচেয়ে বড় কথা, সবার সামনে প্রকাশ্যে তাদেরকে দৈহিক নির্যাতন করা হয়েছে। হাতুড়ি দিয়ে তাদের হাত-পা ভেঙে দেয়া হয়েছে। দেশের সব জনগণ সরকারের শত্রু হয়ে গেছে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে যে কাউকে বিরোধী দল করতে হয় না। শুধু যদি সরকারি দল না করেন, নিরপেক্ষ থেকেও কোনো মুক্তি নেই। কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেলেই শাস্তি পেতে হবে। দলের লোক দিয়ে পেটানো হবে। সরকারের বিভিন্ন বাহিনী দিয়ে নির্যাতন করা হবে।

Share this content:

Related Articles

Back to top button