বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘২৮ বছরের মধ্যে যারা তারাই নেতৃত্বে আসবে’

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগের এই সম্মেলনে সকলে এখানে সমবেত হয়েছে। আগামীকাল সাবজেক্ট কমিটি বসবে। সেখানে কারা কারা নেতৃত্ব চায় ইতোমধ্যে দরখাস্ত পাঠিয়েছে। আমি চাই সমঝোতার মাধ্যমে তোমরা তোমাদের নেতৃত্ব নিয়ে আসো। মনে রেখো সেকরিফাইস করা শিখতে হবে। যেকোনো ব্যাপারে সেকরিফাইস না করলে অর্জন করা যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্জন তখনোই করতে পারবা যখন কিছু দিতে পারবা। কাজেই তোমরা সমঝোতার মাধ্যমে করো, সেটাই আমরা চাই। ছাত্রলীগের নেতৃত্বের বয়স ২৭ বছর করে দিয়েছিলাম। কিন্তু এটা দুই বছর মেয়াদী। সেখানে নয় মাস বেশি হয়ে গেছে। আমি চাই না এই নয় মাস বেশি হয়েছে বলে কেউ বঞ্চিত হোক। তাই এটাকে আমরা এক বছর গ্রেস দিতে পারি। কাজেই ২৮ বছরের মধ্যে যারা তারাই নেতৃত্বে আসবে।’

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, ‘এখন কোনো সেশন জট নাই। ২৩ থেকে ২৪ বছরের মধ্যে মাস্টার ডিগ্রি পাস হয়ে যায়। আমি চাই তোমরা এমন নেতৃত্ব খুঁজবে যে তোমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে; যেন আগামী দিনে তোমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আজকের ছাত্রসমাজ আগামী প্রজন্ম। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরাই তার কর্ণধার হবে। তোমরাই এগিয়ে নিয়ে যাবে। সেজন্য রাজনীতিতে সততা, একগ্রতা এবং নিষ্ঠা থাকতে হবে।’ ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘লেখাপড়ায় মনোযোগী হতে হবে। ছাত্রলীগের যেই মূলমন্ত্র- শিক্ষা, শান্তি, প্রগতি সেই শিক্ষার মশাল জ্বেলে শান্তির বাণী নিয়ে প্রগতির পথে তোমাদের এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই আমরা চাই।’

Share this content:

Back to top button