২৬ ধনকুবেরের সমান সম্পদ বিশ্বের অর্ধেক মানুষের

এবিএনএ: মানবজাতির সবচেয়ে দরিদ্র অর্ধেক মানুষের যে পরিমাণ সম্পদ আছে, বিশ্বের মাত্র ২৬ ধনকুবেরের সম্পদের পরিমাণও ততটাই। ব্রিটেনের দাতব্য সংস্থা অক্সফাম সোমবার এমন তথ্য জানিয়েছে। ক্রমবর্ধমান বৈষ্যমের বিরুদ্ধে লড়াই করতে ধনীদের ওপর কর বাড়াতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে অক্সফাম। গত বছর বিশ্বের সব ধনীর প্রতিদিন গড়ে আড়াইশ কোটি ডলার সম্পদ বেড়েছে। আর একই সময়ে বাকি পৃথিবীর যে অর্ধেক মানুষ তাদের সম্পদ প্রতিদিনই কমছে। প্রতিবেদনে জানানো হয়, গত এক দশকে ধনকুবেরের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণ। অথচ গত বছর ধনকুবের ও বড় বড় করপোরেশনগুলোর কর প্রদানের হার ছিল সর্বনিম্ন। বিশ্বের বর্তমানে ধনকুবের সংখ্যা ২২০৮ জন।গত বছর বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদ বেড়েছে ১১ হাজার ২০০ কোটি ডলার। তার সম্পদের ১ শতাংশের সমান হচ্ছে ইথিওপিয়ার পুরো স্বাস্থ্য বাজেট। দেশটির জনসংখ্যা বর্তমানে সাড়ে ১০ কোটি। অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বেনইয়ামা বলেন, বিশ্বব্যাপী মানুষের হতাশা ও ক্ষোভ বেড়েছে।
Share this content: