আন্তর্জাতিকলিড নিউজ

২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করলো ইরান ও চীন

এবিএনএ : ইরান ও চীন শনিবার (২৭) মার্চ ২৫ বছর মেয়াদী সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খাতিবজাদেহ এ কথা জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং ই’র তেহরান সফরকালে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, ওয়াং ই গতকালই তেহরানে পৌঁছান। চুক্তি সইয়ের আগে আজ প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং ড. আলী লারিজানিসহ কয়েক জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৭১ সালে বেইজিং-এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বরাত দিয়ে ইরানের একটি বার্তা সংস্থা জানিয়েছে, তিনি বলেন, “ইরানের সাথে আমাদের সম্পর্ক বর্তমান পরিস্থিতি দ্বারা প্রভাবিত হবে না, তবে চিরস্থায়ী ও কৌশলগত হবে” আজ স্বাক্ষরিত চুক্তির ফলে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হলো। দ্বিপক্ষীয় এই চুক্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ রয়েছে। তবে অর্থনৈতিক সহযোগিতাই মূল বিষয় বলে জানা গেছে।

Share this content:

Related Articles

Back to top button