এবিএনএ : আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। দেশের শিক্ষা পরিস্থিতি নিয়ে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলনের শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন।
দুপুর দুইটায় এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পরিস্থিতি আছে কি না তা পর্যালোচনা করার নির্দেশ দেন। করোনাভাইরাস অতিমারির কারণে প্রায় এক বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে বলে জানা গেছে। এর ই ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী দিপুমনি এক ভার্চুয়াল মিতিং এর মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন। এদিকে প্রধানমন্ত্রী এক বিশেষ জরুরী বার্তায় এ সকল বিশ্ববিদ্যালয় খুলে দেবার নির্দেশ প্রদান করেছেন।