২২ এপ্রিল ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন

এবিএনএ : ভেনিজুয়েলার নির্বাচন পরিষদ দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ২২ এপ্রিল নির্ধারণ করেছে। এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কৌশল করছে বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যকার আলোচনা ভেঙে যাওয়ার পর জাতীয় নির্বাচন পরিষদের প্রধান তিবিসে লুসেনা বুধবার এ ঘোষণা দিলেন। ভেনিজুয়েলার প্রধান বিরোধী জোটকে নির্বাচনে প্রার্থী মনোনয়নে বাধা দেয়া এবং মাদুরোর বেশ কয়েকজন সমালোচককে নিষিদ্ধ করায় অজনপ্রিয় এ প্রেসিডেন্টের বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার জন্য তড়িগড়ি করে এ আগাম ভোটের আয়োজন করছেন।কেননা, মেয়াদ অনুযায়ী ডিসেম্বরের আগ পর্যন্ত দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা না। মাদুরো অনুগত সর্বোচ্চ আইনসভা গণপরিষদ গত মাসে ঘোষণা করে যে নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।সুপ্রিম কোর্ট এমইউড’র ব্যানারে কাউকে প্রার্থী করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।সমালোচকরা বলছেন, সুপ্রিম কোর্ট মাদুরোর অনুগত।
Share this content: