জাতীয়বাংলাদেশলিড নিউজ

২০ মার্চ থেকে এনআইডি দিয়ে রেল টিকেট বাধ্যতামূলক

এবিএনএ: ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের পর এবার আরও আটটি ট্রেনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে টিকেট কেনা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ২০ মার্চ থেকে এসব ট্রেনে এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ ছাড়া টিকেট কেনা যাবে না। মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুবর্ণ, মহানগর প্রভাতী/গোধূলী, তূর্ণা, পারাবত, চিত্রা, পদ্মা ও দ্রুতযান ট্রেনের টিকিট কাটতে জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। ২০ মার্চ থেকে এই পদ্ধতি কার্যকর হবে। এর আগে পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের টিকিট ক্রয়ে এই পদ্ধতি চালু করা হয়। এখন থেকে উল্লেখিত ট্রেনের টিকিট ক্রয় করতেও জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র দিতে হবে।

টিকিট ক্রয় করতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই টিকিটিং ওয়েবসাইট, রেলওয়ে মোবাইল এ্যাপস ও স্টেশন কাউন্টারে এনআইডি/জন্ম নিবন্ধনসহ নাম রেজিস্টেশন করা যাবে। অপরের আইডি থেকে টিকিট ক্রয় করলে ভ্রমণের আগে স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button