জাতীয়বাংলাদেশলিড নিউজ

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

এবিএনএ : ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই তালিকা অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৭ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র-শনিবার। তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মিলিয়ে এবার সাধারণ ছুটি ১৪ দিন। এসব ছুটির ৬ দিন পড়েছে শুক্র-শনিবার। ‘বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি থাকবে। এসব ছুটির মধ্যেও ৪ দিন পড়েছে শুক্র-শনিবার।’ পার্বত্য চট্টগ্রাম এলাকার নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে বা অনুরূপ সামাজিক উৎসবের জন্য দু’দিন ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button