এ বি এন এ : একসময়ের সুপারহিট ছবির নায়িকা মৌসুমী অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকবার চলচ্চিত্রের গানে কণ্ঠও দিয়েছেন। নিজের নাম ভূমিকায় অভিনয় করা ‘মৌসুমী’ ছবিতে ১৯৯৩ সালে প্রথম প্লে-ব্যাক করেন। সেই গান বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছিল। ফের ১৯৯৯ সালে ‘মগের মুল্লুক’ ছবিতে ‘কি দারুণ দেখতে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমী। এরপরে আবারো গাইলেন এই অভিনেত্রী। তবে এর মধ্যে কেটে গেছে ১৭ বছর। নির্মাতা সোহানুর রহমান সোহানের শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’র জন্য গেয়েছেন মৌসুমী। জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে গানটি লিখেছেন মুন্সী ওয়াদুদ। গত সপ্তাহে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা সোহান। ছবিটিতে শিশুদের পাশাপাশি অভিনয় করবেন ওমর সানী, ফেরদৌস ও মৌসুমী।