১৫ বছরে প্রাচ্যনাট স্কুল

এ বি এন এ : পথচলার ১৫ বছর উদযাপন করবে ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় শুক্রবার (২৯ জুলাই) প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ও স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে। দিনব্যাপী আনন্দযজ্ঞে মেতে উঠবে প্রাচ্যনাটের শিক্ষার্থীরা।
প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক তৌফিকুল ইসলাম ইমন জানান, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকবে উৎসবের নানা আয়োজন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, কোরিওগ্রাফি, সংগীত, পারফর্মিং আর্ট, নাটক ও তথ্যচিত্র প্রদর্শনী। এদিন প্রাচ্যনাট স্কুলের ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চায়ন করবে তাদের কোর্স সমাপনী প্রযোজনা ‘সিরাজদ্দৌলা’।
এই আয়োজনে অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যাত্রাশিল্পী ও সংগঠক মিলন কান্তি দে, এভারস্টে বিজয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার। সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। স্কুলের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও বিভিন্ন নাট্য সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।
Share this content: