
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের গোপন বৈঠকে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন সাবেক এক রুশ গোয়েন্দা। ওই গোয়েন্দা রিনাত আখমেটশিন (যিনি বর্তমানে লবিস্ট হিসেবে কর্মরত) মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের ওই বৈঠকে অন্যদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত অন্তত ৮ ব্যক্তির তথ্য পাওয়া গেছে যারা ২০১৬ সালের ৯ জুনের ওই গোপন বৈঠক সেরেছিলেন। তারা হচ্ছেন- ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার এবং ট্রাম্প প্রচারণা শিবিরের প্রধান কর্মকর্তা পল ম্যানাফোর্ট। অন্যদিকে ছিলেন রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়া ও সাবেক সোভিয়েত গোয়েন্দা রিনাত আখমেটশিন। এতে রব গোল্ডস্টোন নামে আরেক ব্যক্তির খবর পাওয়া গেছে, যিনি সম্ভবত ওই বৈঠকটিতে এদের অংশগ্রহণ ও সুষ্ঠুভাবে তা পরিচালনায় সাহায্য করেছিলেন।

এর আগে, মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলাপকালে ট্রাম্প জুনিয়র বলেছেন, পিতার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে তথ্য পেতে এবং তার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটাতেই গোপনে এই বৈঠক করেছিলেন তারা। পরে ট্রাম্প জুনিয়র এক চিঠিতে জানান, বৈঠকটি শেষ পর্যন্ত অগুরুত্বপূর্ণ আলোচনায় পর্যবসিত হয়। রুশ শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বাতিল করা আইন নিয়ে কথা বলেন নাতালিয়া।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই হ্যাকিংয়ের মাধ্যমে রুশ হস্তক্ষেপের অভিযোগ ওঠে। সেই অভিযোগটি তদন্ত এখনও চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁস করে রাশিয়া ট্রাম্পকে নির্বাচনে জিততে সহযোগিতা করেছে। ট্রাম্প ও রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Share this content: