
এবিএনএ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের নবম ম্যাচে ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। শনিবার পাঞ্জাবের আইএস বৃন্দা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে মুম্বাই ইন্ডিয়ানসকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। শেষ খবর পাওয়া পর্যন্ত, মুম্বাইয়ের সংগ্রহ দশ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৮১ রান।
কিংস ইলেভেন পাঞ্জাব:
ক্রিস গেইল, ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান, মনদিপ সিং, মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, স্যাম কুর্রান, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মোহম্মদ সামি, নিকোলাস পুরান, মোজেস হেনরি।
মুম্বাই ইন্ডিয়ানস:
রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকাণ্ডে, রাহুল চাহার, অনুকুল রায়, সিদ্ধেশ লাদ, আদিত্য তারে, এভিন লুইস, কিয়েরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্ফ, লাসিথ মালিঙ্গা, আনমোলপ্রিত সিং, বারিন্দার স্রান, পঙ্কজ জয়সওয়াল, রশিখ দার, যুবরাজ সিং।
Share this content: