আইন ও আদালতলিড নিউজ

১২ পয়েন্টের ভিত্তিতে রায়

এবিএনএ: রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের ওপর যেভাবে হত্যাকান্ড চালানো হয়েছে। ঠিক সেভাবেই ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার এ মামলায় তারেকসহ অন্যান্যরা এ হত্যাকান্ড সংঘটিত করেছে। তিনি বলেন, ১২টি পয়েন্ট ডিসকাশন করে ১৯জনকে ফাঁসি ও ১৯ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত । আর বাকীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। তারেক জিয়াকে যাবজ্জীবন দেয়ায় এ রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, তারেক জিয়া যেহেতু এ হামলার মাস্টার মাইন্ডে ছিলেন তাকে যাবজ্জীবন দেয়ায় বিশেষ করে আমি এ রায়ে সন্তুষ্ট নই। তার মৃত্যুদন্ডের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন তিনি।

Share this content:

Back to top button