জাতীয়বাংলাদেশলিড নিউজ

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতো সরকারিভাবে নির্ধারিত ১০ টাকা মূল্যের বহির্বিভাগের টিকিট কেটে সেবা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টিকিট কেটে চোখ দেখান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে এই হাসপাতালেই একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন শেখ হাসিনা।

Share this content:

Related Articles

Back to top button