আমেরিকালিড নিউজ

হ্যান্ডশেক ইস্যুতে ফের শিরোনামে ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে হ্যান্ডশেক ইস্যুতে বারবারই গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর মতো অনেক বিশ্ব নেতাই ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন।কিন্তু এবার আশিয়ান সম্মেলনে দলগত হ্যান্ডশেক পর্বে ট্রাম্প নিজেই বেশ পর্যুদস্ত হয়েছেন। আসিয়ান সম্মেলনে দলগতভাবে দাঁড়ানোর পর বিশ্ব নেতারা ছবি তোলার জন্য দাঁড়ান।

ট্রাম্পের ডান পাশে ছিলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াং আর বাম দিকে ছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। প্রত্যেকেই তার দুই পাশের দুই নেতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করেন।এক্ষেত্রে প্রত্যেকেই (ক্রসবডি লিঙ্ক হ্যান্ডশেকের মাধ্যমে) তার বাম হাত দিয়ে ডান দিকের নেতার হাত ধরেন আর ডান হাত দিয়ে বাম দিকে থাকা নেতার সাথে হ্যান্ডশেক করেন; কিন্তু হাত মেলানোর সময় বিব্রতকর অবস্থায় পড়ে যান ট্রাম্প। তিনি তার দুই হাত দিয়েই ধরেন ডান দিকে থাকা ভিয়েতনামের প্রেসিডেন্টের ডান হাত।অবশ্য অল্প সময়ের মধ্যেই নিজের ভুল সংশোধন করে নিয়ে অন্য হাত দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্টের হাত ধরেন; কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। হাত ধরা নিয়ে ট্রাম্পের বিব্রতকর অবস্থার ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

Share this content:

Related Articles

Back to top button