আমেরিকালিড নিউজ

হোয়াইট হাউস থেকে বিদায় নিচ্ছেন সারাহ স্যান্ডার্স

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় নিজেই এ তথ্য জানান। খবর বিবিসির।

২০১৭ সালের জুলাই মাসে সাবেক প্রেস সেক্রেটারি সিন স্পাইসারের স্থলাভিষিক্ত হন সারাহ। তার আগে তিনি স্পাইসারের শীর্ষ সহকারী ছিলেন।

গতকাল ট্রাম্প বলেন, তার মুখপাত্র জুনের শেষের দিকে নিজের অঙ্গরাজ্য আরকানসাসে ফিরে যাবেন। এসময় তিনি সারাহ স্যান্ডার্সকে একজন ‘সৈনিক’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, ‘সে একজন সৈনিক। আমরা সবাই সৈনিক। আমাদের সৈনিক হতে হবে।’

সারাহ স্যান্ডার্স-এর পদে ট্রাম্প কাকে দায়িত্ব দিচ্ছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

Share this content:

Back to top button