তথ্য প্রযুক্তি

পোকোমনবিরোধী ফতোয়া নবায়ন করলো সৌদি আরব

এ বি এন এ : বিশ্বব্যাপী জনপ্রিয় মোবাইল গেম ‘পোকোমন’র বিরুদ্ধে ফতোয়া নবায়ন করেছে সৌদি আরব। গেমটিকে ইসলামবিরোধী অাখ্যায়িত করে পনের বছরের পুরনো একটি ফতোয়া [ডিক্রি] নবায়ন করলো দেশটির বয়োজ্যোষ্ঠ ইসলামি পণ্ডিতদের নিয়ে গঠিত একটি পরিষদ। তবে ফতোয়ার নবায়নে বর্তমানে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় নতুন গেম ‘পোকোমন গো’র কোনো উল্লেখ নেই।  সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে রয়াটার্স তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর দ্য হিন্দুর ইসলামে বিশ্বাসীদের কাছ থেকে প্রশ্নের মুখে পোকোমন কার্ড গেমের বিরুদ্ধে ২০০১ সালে একটি ফতোয়া দিয়েছিল সৌদি সরকার। আজ এই ফতোয়াটি-ই নবায়ন করা হলো।

Share this content:

Related Articles

Back to top button