
এ বি এন এ : রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সাত তলা ভবনের ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. সালেহ জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ৬ষ্ঠ তলার বাথরুমের পাশে ফাঁকা জায়গায় জমিয়ে রাখা ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভবনের ষষ্ঠ থেকে তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
Share this content: