এবিএনএ : বাবা-মা হিসেবে সন্তানের প্রতিপালন করা সত্যিই অনেক কঠিন কাজ। বিশেষ করে সন্তান যখন বড় হয়ে পড়াশুনা করতে শুরু করে, তখন তো বাবা-মায়ের দায়িত্ব দ্বিগুণ বেড়ে যায়। প্রত্যেক বাবা-মা চান তাদের সন্তান যেন ভাল স্কুলে যায় যাতে তাদের ভবিষ্যত সুন্দর ও জীবনের গুণমান উন্নত হয়। এজন্য তারা শুরু থেকেই চেষ্টা করেন, সন্তান যেন পড়াশুনায় অনেক ভালো হয়। আর আধুনিক যুগে হোমওয়ার্ক তো স্কুল জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। যে কারণে বাড়িতেও বাচ্চাদের অনেক কিছু পড়ার থাকে। তাই স্বাভাবিকভাবে বাড়িতেও বাবা-মা চেষ্টা করেন বাচ্চাকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে। কিন্তু আপনি জানেন কি এই হোমওয়ার্কের চাপে বাচ্চাদের স্বাস্থ্যের অবনতি হয়। একইসঙ্গে এর প্রভাব পড়ে বাবা-মায়ের ওপরও।
ওজন বাড়ে
সাম্প্রতিক কালের এক গবেষণায় দেখা গেছে, হোমওয়ার্কের চাপে শুধু শিশু নয়, বাবা-মায়েদেরও ওজন বাড়ার কারণ হতে পারে। আজকাল পড়াশুনোর চাপ যা বেড়েছে, তাতে বাচ্চাদের স্কুলের পরেও বাড়িতে এসে হোমওয়ার্ক করতে হয়। ফলে একটু বাইরে গিয়ে খেলাধুলা করার মতো কোন সময় তাদের হাতে থাকে না। এতে স্বাভাবিকভাবেই ওজন বেড়ে যায়।