
এবিএনএ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় বৃহস্পতিবার দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। এছাড়া একই দিন ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
গত ২০ মে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) কাছে আবেদন করে দলটি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি।
প্রতিবাদ সমাবেশের অনুমতি না মেলায় আজ সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
Share this content: