খেলাধুলালিড নিউজ

‘হেরে যাওয়ার ভয়েই দিবারাত্রির টেস্ট খেলবে না ভারত’

এবিএনএ : ভারত হেরে যাওয়ার ভয়েই দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। অস্ট্রেলিয়া সফরে দিবারাত্রির টেস্ট খেলায় বিসিসিআইয়ের অনীহা প্রসঙ্গে এই কথা বলেন তিনি। গত তিন বছর ধরে অস্ট্রেলিয়ার অ্যাডেলেডে টেস্ট মানে দিবারাত্রির টেস্ট। সেই টেস্টগুলো একতরফা ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই মৌসুমে অ্যাডেলেড টেস্টটি আর দিবারাত্রির হবে না, সৌজন্যে বিসিসিআই। এই প্রসঙ্গে সাদারল্যান্ড বলেন, ভারত ক্রিকেটের ভবিষ্যতের কথা বেশি না ভেবে শুধুমাত্র সিরিজ জেতার কথা ভাবছে। সাদারল্যান্ড মনে করেন, যে দেশে টেস্ট খেলা হবে, সেই দেশেরই উচিত কখন কী রকম ম্যাচ হবে তা ঠিক করা। যদিও সাদারল্যান্ডের এই বিস্ফোরক উক্তির পরেও বিশেষ বিচলিত নন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক প্রধান বিনোদ রাই। তিনি এখনও মনে করেন এই দিবারাত্রির টেস্টের কোনো ভবিষ্যৎ নেই। তার কথায়, এই ব্যাপারে বিসিসিআইয়ের অবস্থানের বিশেষ পরিবর্তন হবে বলে আমি মনে করি না। তবে দলীপ ট্রফি যেমন গত বছর ধরে দিবারাত্রির হচ্ছে এবারও সে রকমই হবে।

Share this content:

Related Articles

Back to top button