এ বি এন এ : হত্যার টার্গেট হতে পারেন- পুলিশের কাছ থেকে প্রায় প্রতিদিনই এমন বার্তা পান সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু তিনি তাতে পরোয়া করেন না। তার চিন্তা দেশ নিয়ে। তিনি শঙ্কিত, দেশের কী হবে?
আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেছেন, ‘কী হবে বাংলাদেশের? প্রতিদিন ডিএমপি কমিশনার মেসেজ দিচ্ছেন; বলছেন, আপনি টার্গেট হতে পারেন, কিলিংয়ের শিকার হতে পারেন।’
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজনীতিতে কোনো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে রাজনীতিতে যেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তেমনি গাড়ি চালাতেও যোগ্যতার প্রয়োজন পড়ে না। এ দেশে যোগ্যতা নেই বলে গাড়ি চালকরা যেমন বেপরোয়া, রাজনীতিতেও তেমনি অবস্থা। তলে তলে যারা নীরবে প্রস্তুতি নিচ্ছে দীর্ঘকাল। আমরা পিছনের দিকে তাকাচ্ছি না।’
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে কোনো প্রতিযোগী নেই, প্রতিদ্বন্দ্বী নেই। পিছনে চেয়ে দেখে কেউ নেই। মনে করে জীবনের পথ নিরাপদ, রাজনীতির সড়ক-মহাসড়ক নিরাপদ, এগিয়ে যাচ্ছি। তাদের মুখ থেকে শব্দ বোমা ফাটছে। কিন্তু সেটা হয়নি বলে খরগোশের চেয়ে কচ্ছপ এগিয়ে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেন্ট্রোরেল, সেতু নির্মাণ করা কোনো চ্যালেঞ্জ নয়, শুধু এসব করে সড়কের দুর্ঘটনা দূর করা যাবে না। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সড়কে অনেক কাজ হয়েছে, কিন্তু যানজট কমেনি। রাজধানীতে ৫০ হাজার রিকশার অনুমোদন রয়েছে, অথচ ১৫ লাখ রিকশা চলে। বৈধর চেয়ে ১০০ ভাগ বেশি অটোরিকশা রাজধানীতে চলাচল করে। চার লেন রাস্তা নির্মাণের আগেই অর্ধেক দখল হয়ে যায়। ফুটপাতের মালিক পথচারী, ফুটপাত তার মালিকের জন্য ছেড়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘দেশের কেউ রাস্তায় চলাচলে শৃঙ্খলা মানে না, বিভিন্ন দেশে পাঠ্যপুস্তকে রাস্তায় চলাচলের নিয়ম থাকলেও আমাদের দেশে এই বিষয়টি বইতে নেই। সড়কে অবৈধ ও লাইসেন্সবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা শহরে সব সিটিং সার্ভিস, কিন্তু বেশির ভাগই চিটিং সার্ভিস। ফিটনেসবিহীন গাড়ি আল্লার নাম নিয়ে চলে, তা হলে কীভাবে দুর্ঘটনা দূর হবে?’
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘চালকদেরকে শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে। ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। তা না হলে তারা নিজের ও পরের জীবনের মূল্য বুঝবে না।’
নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নিসচার মহাসচিব শামীম আলমগীর, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল ও যুগ্ম মহাসচিব লিটন এরশাদ প্রমুখ।