
এ বি এন এ : জঙ্গিদের নতুন একটি গ্রুপ ‘হুজি’ নামে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এ সংগঠনটি এরই মধ্যে ৫১টি পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মনিরুল ইসলাম।
তিনি জানান, গত ২১ জুলাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজনকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদকালে গ্রেফতার তিন জঙ্গি রিমান্ডে জানায়, ঢাকা মহানগর হুজির সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সাগর বিন ইমদাদ। বাংলাবাজারে তার মাকতাদাউল কোরআন নাম নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে। এই প্রকাশনার মাধ্যমে জিহাদি বই ও লিফলেট ছাপিয়ে তিনি হুজিকে নতুন করে সংগঠিত করার চেষ্টা চালান। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার ‘জিহাদি’ বই জব্দ করে পুলিশ।
এদিকে হুজি কমান্ডার নাজিমুদ্দিনসহ দুইজনের গ্রেফতার হওয়ার খবর পেয়ে খালিদ সাইফুল্লাহ মালয়েশিয়ায় পালিয়ে যায় বলে জানান মনিরুল ইসলাম।
Share this content: