আমেরিকা
হিলারির ‘রানিং মেট’ টিম কেইন

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার ‘রানিং মেট’ বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে। হিলারি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, শনিবার টিম কেইনকে আনুষ্ঠানিকভাবে তার রানিং মেট হিসেবে ঘোষণা করা হবে।
টিম কেইনকে বাছাই করতে গিয়ে অনেক বামপন্থি প্রার্থীকে পাশ কাটিয়ে এসেছেন হিলারি। ৫৮ বছর বয়সী ভার্জিনিয়ার এই সিনেটর গর্ভপাত বন্ধের পক্ষে এবং মুক্তবাণিজ্যকে সমর্থন করে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া বেশ গুরুত্ব বহন করছে বলে জানায় বিবিসি।
Share this content: