
এবিএনএ: বাগেরহাটের সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে মুঠো ফোনে দেখে নেয়ার হুমকি দিয়েছে এক বিএনপি নেতা পরিচয় দানকারী। সোমবার বিকাল সারে ৫টার দিকে সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ নিজেকে জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দাবী করে এ হুমকি দেয়।
সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় জনপ্রিয় অনলাইন পত্রিকা বাগেরহাট টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক। এসময়ে হুমকিদাতা আরো বলেন,কিছুলোককে সায়েস্তা করতে রাজনীতিতে এসেছি।
ওই সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জেলা যুবলীগের সভাপতির বন্ধু পরিচয় দিয়ে তার চাচা ও বাবার চাচাতো ভাইয়ের জায়গাও দখল করে নিয়েছে। এছাড়া বিভিন্ন সাধারন মানুষকে হুমকি ধামকি দিতো। এদিকে সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে হুমকিদাতার দৃষ্টান্তমুলক শাস্তি ও দলথেকে বহিস্কারের দাবী জানান বাগেরহাটের সাংবাদিক সমাজ।
Share this content: