আন্তর্জাতিকলিড নিউজ
হিজাব পরে বাইরে যেতে পারবেন নারীরা: তালেবান

এবিএনএ : ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা পরিবর্তনের পক্ষে তালেবানও। সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র সুহেইল শাহীন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে একইসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নারীদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে তালেবান, এমনটাও জানান তিনি। আল-অ্যারাবিয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তিনি বলেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।
Share this content: