বিনোদনলিড নিউজ

‘হাসিনা পার্কার’-এর ট্রেলারেই শ্রদ্ধার বাজিমাৎ (ভিডিও)

এবিএনএ : ‘হাসিনা পার্কার’-এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম ট্রেলারেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমায় অপরাধ জগতের মাফিয়া ডন দাউদের বোনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।জানা গেছে, ‘হাসিনা’ জ্বরে আক্রান্ত গোটা বলিউড। ‘হাসিনা আপা’ দিয়ে যে বড় চমক আনতে চলেছেন শ্রদ্ধা তা এবার পরিস্কার। তবে নায়িকা নিজে বেশ নার্ভাস। টুইটেই সে প্রমাণ মিলল।

শ্রদ্ধা জানান, প্রথমে অফারটা পেয়ে ভেবেছিলাম, এটা কি আমার করা উচিত? ছবিতে ১৫-৪৫ বছর বয়স পর্যন্ত আমাকে দেখানো হবে। ফলে অনেক লুক চেঞ্জ রয়েছে। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করছি যাতে অনেক শেডস রয়েছে। সব মিলিয়ে খুব উত্তেজিত আমি।সিনেমায় হাসিনার দাদা দাউদের ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত কাপুর। বাস্তবে তিনিই শ্রদ্ধার দাদা। পরিচালক অপূর্ব লাখিয়ার হাত ধরে এবার রিয়্যাল থেকে রিল লাইফেও ভাইবোনের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা-সিদ্ধান্ত।১৯৯১ সালে হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে খুন করেন অরুণ গাউলি। এর পরেই অন্ধকার জগতে হাতেখড়ি দাউদের বোনের। ছবিতে ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন অংকুর ভাটিয়া।এত দিন রোম্যান্টিক নায়িকার চরিত্রেই দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরকে। এবার হাসিনা-এর মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘আশিকি ২’ খ্যাত এ অভিনেত্রীকে।

Share this content:

Back to top button