হাসপাতাল থেকে আদালতে ছাত্রলীগ নেতা বদরুল

এ বি এন এ : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী শাবি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আদালতে নেয়া হয়েছে। হামলার সময় গণপিটুনিতে আহত হওয়ায় তাকে গত দু’দিন ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
বুধবার দুপুরে তাকে ছাড়পত্র দেয় ওসমানী হাসপাতালের চিকিৎসক। পরে পুলিশি প্রহরায় তাকে নেয়া হয় শাহপরান থানায়। সেখান থেকে বদরুলকে আদালতে নেয়া হয়েছে। শাহপরান থানার শাহজালাল মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের (২৩) ওপর হামলা চালায় শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।
এসময় সে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপুরি কোপাতে থাকে। এতে খাদিজা মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে সেলাই দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার স্কয়ার হাসপাতালে।
সেখানে আরেক দফা তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার অবস্থা এখনও আশংকাজনক। হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল বদরুল ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
Share this content: