জাতীয়বাংলাদেশলিড নিউজ

হাতিরঝিল থেকে আটক কিশোরদের ১০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

এবিএনএ: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আটক ১১০ কিশোর-তরুণের মধ্যে ৭জন ছাড়া বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই সাতজন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে ইভটিজিং করে, পথচারীদের নানাভাবে কটূক্তি করে, অশ্লিল ভঙ্গি করে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে কটূক্তি, অশ্লিল অঙ্গভঙ্গি করাসহ বিভিন্নভাবে পথচারীদের উত্ত্যক্ত করার অভিযোগে ওই ১১০ জনকে আটক করে থানায় নিয়েছিল পুলিশ।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ মানবজমিনকে জানান, ওই সাতজনের বিরুদ্ধে আগের কিছু অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য। ১১০ জনকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাইয়ের পর ১০৩ জনকে ছেড়ে দেয়া হয়।  যাদের ছেড়ে দেয়া হয়েছে তাদের পরিবারের অভিভাবকদের ডেকে বুঝিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে। যাদের ছাড়া হয়নি তাদের ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share this content:

Back to top button