হাইতির জনগণের কাছে ক্ষমা চাইলেন বান কি-মুন

এবিএনএ : হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়া রোধে জাতিসংঘ শান্তিরক্ষীরা যথেষ্ট ভূমিকা পালন না করায় সংস্থার মহাসচিব বান কি-মুন বৃহস্পতিবার প্রথমবারের মতো হাইতির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, এক্ষেত্রে ‘জাতিসংঘের পক্ষ থেকে আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই যে, আমরা হাইতির জনগণের কাছে ক্ষমা চাচ্ছি।’ বান কি-মুন বলেন, ‘আমরা হাইতিতে কলেরার প্রাদুর্ভাব ও ছড়িয়ে পড়া রোধে যথার্থ পদক্ষেপ নিতে পারিনি। তাই আমরা সেখানে আমাদের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করছি।’ বিশেষজ্ঞদের মতে, ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর পাঠানো কলেরা-আক্রান্ত নেপালি শান্তিরক্ষীদের কাছ থেকেই হাইতিতে রোগটি ছড়িয়ে পড়ে। নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কোনো দেশে কলেরা হচ্ছে একটি বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, হাইতিতে কলেরায় নয় হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং প্রায় আট লাখ লোক এতে আক্রান্ত হয়েছেন।
Share this content: