আন্তর্জাতিকলিড নিউজ

হজযাত্রীদের প্রথম দল মক্কায়

এবিএনএ : পবিত্র হজ পালন করতে এবার হজযাত্রীদের প্রথম দলটি মক্কায় পৌঁছেছেন। অন্য বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা সীমিত থাকছে এক হাজারের মধ্যে। তারা সবাই হবেন সৌদি আরবের নাগরিক, না হয় সৌদি আরবে বসবাসকারী বিদেশি। এমন বিদেশির সংখ্যা এবার প্রায় ৭০০। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, এবার হজ করতে মক্কা পৌঁছেছেন আমিরাতের আবদুল্লাহ আল কাথিরি। তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। গত বছর তিনি হজ স্থগিত করেছিলেন, বিয়ে পরিকল্পনার কারণে। তিনি বলেছেন, আমি অন্যদের কাছ থেকে শুনেছি, হজ একটি মসৃণ প্রক্রিয়া।

Share this content:

Related Articles

Back to top button