জাতীয়বাংলাদেশলিড নিউজ

ভাস্কর্য নিয়ে আদালত যেন কলুষিত না হয় : আইনমন্ত্রী

এবিএনএ : ভাস্কর্যস্থাপনকে কেন্দ্র করে আদালত যেন কলুষিত না হয় সে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্স্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এ আহ্বান জানান। তিনি বলেন, ভাস্কর্য আমাদের বলে স্থাপন করা হয়নি। এটা সরানো সুপ্রিম কোর্টের ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, আদালত পবিত্র স্থান। এটাকে কেন্দ্র করে যেন এর পবিত্রতা নষ্ট না হয়।

আইনমন্ত্রী বলেন, ভাস্কর্য স্থাপনের সময় প্রধান বিচারপতি আমাদের কিছু জিজ্ঞাসা করেননি। তাই এখন ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাও তার ব্যাপার। এর প্রয়োজনীয়তার ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের পবিত্রতা নষ্ট করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিন্তু এটা প্রশ্ন তুলেছে। এ জন্য এটা বলেছি। এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল ট্রেনিং কোর্স অন দ্যা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস অ্যান্ড লেবার লেজিসলেশন ফর জাজেস অ্যান্ড জুডিশিয়াল অফিসার্স শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে আরো অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি খন্দকার মুসা ফারুখ, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফিসেল প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button