
এবিএনএ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের নিহতের ঘটনায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করে তারা।
এর আগে গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল তেজগাঁও বিজি প্রেস এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আলী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আলী হোসেনের মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা সোমবার ফার্মগেইট এলাকার সড়ক অবরোধ করে। ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তাদের হাতে ‘জাস্টিস ফর অল’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
Share this content: