
এবিএনএ : কক্সবাজারের হিমছড়ি ঝরনায় গোসল করতে গিয়ে পাহাড় ধসে রিদুয়ানুল আলম সাব্বির (২২) নামে এক পর্যটক শিক্ষার্থী মারা গেছেন। এসময় আহত হয়েছেন তার আরও দুই বন্ধু।
রিদুয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ২য় বর্ষের ছাত্র ও ঢাকার উত্তরার বাসিন্দা। শনিবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহর থেকে ৫ কিলোমিটার দূরে হিমছড়ির ঝরনায় এঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোজাম্মেল হক চৌধুরী জানান, রিদুয়ানুল আলম সাব্বির ছয় বন্ধু নিয়ে দুপুরের পর হিমছড়ি ঝরনায় বেড়াতে যান। এসময় তারা গোসল করেন। কেউ সেলফি তোলার আনন্দে মেতে উঠেন। এক পর্যায়ে ঝরনার উপর থেকে পাহাড়ের একাংশ ধসে তিনজন চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিদুয়ানুল আলম সাব্বিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালের চিকিৎসক ইরমান উদ্দিন জানান, বিকাল ৫টার দিকে রিদুয়ানসহ তিন জনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Share this content: