আন্তর্জাতিক

স্বাস্থ্য সুরক্ষায় সেরার খেতাব হারালো আমেরিকা

এ বি এন এ : নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনযাত্রার মানের দিক দিয়ে পিছিয়ে পড়েছে আমেরিকা। জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে করা এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। তালিকায় আমেরিকার অবস্থান ২৮ নম্বরে। আমেরিকার ঠিক আগেই জায়গা করে নিয়েছে জাপান।  তালিকায় সিঙ্গাপুরের সাথে সেরার জায়গা দখল করেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ আইসল্যান্ড, সুইডেন। জাতিসংঘের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করে তারা এ সেরার জায়গা দখল করে।  ব্রিটিশ মেডিক্যাল সাময়িকী ল্যানচেটে বৃহস্পতিবার ওই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়।২০০০ থেকে ২০১৫ সাল ব্যাপী করা ওই গবেষণায় অংশ নেন ১২৪টি দেশের এক হাজার ৮৭০ জন গবেষক। ৩৩টি ভিন্ন ভিন্ন সূচকে সংগৃহীত তথ্যকে একত্রিত করে তা বিশ্লেষণ করে গবেষণার ফলাফল দাঁড় করানো হয়। তালিকায় ভালো অবস্থানে আছে ইউরোপের বেশিরভাগ দেশই। গবেষকরা জানান, ইউরোপীয় দেশগুলোর তুলনায় বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকাকে যতটা এগিয়ে থাকার দরকার ছিল দেশটি ততটা উন্নতি করতে পারেনি।

Share this content:

Related Articles

Back to top button