
এবিএনএ : স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজদের গ্রেফতারে দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। রবিবার ১২ জুলাই বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ, জেকেজি গ্রুপের ডাঃ সাবরিনা, স্বাস্থ্যখাতের মাফিয়া ঠিকাদার মিঠু গং সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা এবং কর্মচারীদের গ্রেফতার এর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মেহেদী হাসান এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের মাধবী ইয়াসমিন রুমা, মাহাবুবুর রহমান, জাফর ইকবাল নানটু, গোলাম রহমান লিখন, ইকবাল, আলমগীরসহ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে শাহেদ কে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচির সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ সহ স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেফতার করা না হলে আগামী ১৫ এপ্রিল বুধবার বেলা ১১ মহাখলিস্থ স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
Share this content: