অর্থ বাণিজ্য

স্বল্প সুদের ঋণ কমিয়েছে বিশ্বব্যাংক

এ বি এন এ : সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে ঋণ, অনুদান, বিনিয়োগ গ্যারান্টিসহ বিভিন্ন খাতে ৬ হাজার ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে উন্নয়নসহযোগী সংস্থা বিশ্বব্যাংক। এর আগের অর্থবছর এর পরিমাণ ছিল ৫ হাজার ৫৭০ কোটি ডলার।

এক বছরে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ ৫৫০ কোটি ডলার বাড়লেও এর সুবিধা পেয়েছে মূলত মধ্যম আয়ের দেশগুলো। নিম্ন আয়ের দেশগুলোতে বিনা সুদে ঋণের পরিমাণ গত অর্থবছরে কমিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ঝুঁকির পরিমাণ বাড়ছে। বিশ্ব অর্থনীতির মন্থর গতি, যুদ্ধ পরিস্থিতির কারণে বাস্তুহারা মানুষ ও জলবায়ু পরিবর্তনের কারণে নিু ও মধ্যম আয়ের দেশগুলো ঝুঁকিতে রয়েছে। এসব দেশের লোকজন বিশ্বব্যাংকের সহায়তা চাইছেন। এসব বিষয় সামনে রেখে আগামীতে বিশ্বব্যাংক সহায়তার পরিমাণ বাড়াবে।

বিশ্বব্যাংকের সদর দফতর ওয়াশিংটন থেকে প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়েছে, নিু আয়ের দেশগুলোতে কম সুদে ঋণ দানে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ১ হাজার ৬২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র“তি দিয়েছে। আগের অর্থবছর সংস্থাটি ১ হাজার ৮৯০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল।

Share this content:

Back to top button