আন্তর্জাতিকলিড নিউজ

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া সেই তরুণীর মাথার দাম ঘোষণা

এবিএনএ : ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় নাগরিকত্ব আইন বিরোধী একটি সমাবেশে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ার জন্য অমূল্য লিওনা নামে এক ছাত্রকর্মীর মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার শ্রীরাম সেনার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী সভার শেষে আমিম নেতা আসাদউদ্দিন ওবেইসি যখন মঞ্চ ছাড়ছেন, তখন ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় ওই তরুণীকে বাধা দেন মঞ্চে হাজির নেতারা। মঞ্চ থেকে নামতে গিয়েও ফিরে এসে তরুণীকে এই কাজ করতে নিষেধ করেন ওবেইসি। কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি তিনি। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ বলতে শুরু করেন তিনি। তখন তাকে বলপূর্বক আটক করেন পুলিশ কর্মকর্তারা।

Share this content:

Back to top button