আন্তর্জাতিকলিড নিউজ

‘স্বচ্ছ ভারত’ নিয়ে বিরূপ মন্তব্য জাতিসংঘ পর্যবেক্ষকদের দিল্লীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

এবিএনএ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রচারিত ‘স্বচ্ছ ভারত মিশন’ এর খুঁত ধরা পড়েছে জাতিসংঘের পর্যবেক্ষকদের চোখে। বলা হয়েছে, পানি সরবরাহ ও নিকাশির ক্ষেত্রে স্বচ্ছ ভারত মিশন ‘মানবাধিকারের নীতি লঙ্ঘন করেছে’। নিকাশির হালের চেয়েও বেহাল দশা পানি সরবরাহের।
জাতিসংঘের বিশেষজ্ঞের ওই রিপোর্টকে অবশ্য ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পুরোপুরি উড়িয়ে দেয়া হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, ওই রিপোর্ট ‘আদ্যোপান্ত ভুলে ভরা, অতি সরলীকরণ ও পক্ষপাতদুষ্ট। টানা দু’সপ্তাহ ভারত সফরের পর এক রিপোর্টে জাতিসংঘের পানি ও নিকাশি বিশেষজ্ঞ লিও হেলার লিখেছেন, পর্যাপ্ত পানীয় জল ও নিকাশির সুবিধা পাওয়াটা অন্যতম মানবাধিকার।
একটাকে বাদ দিয়ে অন্যটার হাল ফেরানো যায় না। তাই দু’টিকে নিয়েই একটি প্যাকেজ হয়। কিন্তু স্বচ্ছ ভারত মিশনে নিকাশির হাল ফেরাতে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, মানুষের ঘরে ঘরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেয়ার ব্যাপারে তত কিছু করা হয়নি।

Share this content:

Related Articles

Back to top button