স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সানচেজ

এবিএনএ : সমাজবাদী দলের নেতা পেদ্রো সানচেজ স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় পদচ্যুত হওয়ার পর শনিবার সানচেজ শপথ নিলেন।
ক্ষমতাসীন দল পিপলস পার্টি (পিপি) বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় রাজয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) নেতা সানচেজ। বৃহস্পতিবারই সানচেজ অনাস্থা প্রস্তাবের পক্ষে ছয়টি ছোট দলের সমর্থন পেয়েছেন, যার মধ্যে রয়েছে পডেমস ব্লক ও অন্যান্য দল। এর ফলেয় দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন সানচেজ।
শনিবার রাজ ষষ্ঠ ফিলিপের কাছে শপথ নেন সানচেজ। অবশ্য প্রচালিত ব্যবস্থা অনুযায়ী বাইবেল স্পর্শ করে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
শপথের আগে সানচেজ বলেছেন, অর্থনৈতিক কৃচ্ছতার কারণে গত কয়েক বছর ধরে স্পেনের নাগরিকরা যে সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছে তিনি তার সমাধানের চেষ্টা করবেন।
Share this content: