
এবিএনএ : নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিকে নাম দেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত নয়টায় রাজধানীর গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলের সূত্র জানায়, মূলত সার্চ কমিটির কাছে নাম জমা দেবে কিনা বা দিলে কারা কারা থাকবেন, নামের তালিকা তৈরি ইত্যাদি বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। তবে একটি সূত্র জানায়, নাম না দেয়ার সিদ্ধান্ত নিতে পারে দলটি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইত্তেফাককে বলেন, কমিটিতে নাম দেক কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য দলীয় ফোরামে আলোচনা হবে।
তবে তিনি বলেন, এই সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে।আমরা এ ব্যাপারে খুব বেশি আশাবাদী নই।
Share this content: