আমেরিকা

হিলারিকে ‘মদখোর’ বললেন ট্রাম্প

এবিএনএ : হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মাদক নেয়ার অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক নির্বাচনী জনসভায় তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে হিলারি কোনো মাদক বা মাদকজাতীয় ওষুধ সেবন করেছিলেন।’

পরের বিতর্কের আগে হিলারি ও তার নিজের ডোপ টেস্ট করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।আগামী বুধবার লাসভেগাসে দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট থেকে হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় বিতর্কের আগে নিউ হ্যাম্পশায়ারে আয়োজিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন তার কাছে সাজানো বা কারচুপির নির্বাচন মনে হচ্ছে।’

সর্বশেষ ট্রাম্পের বিরুদ্ধে ক্রিস্টিন অ্যান্ডারসন ও সামার জেরভস নামের দুই নারী যৌন হয়রানির অভিযোগ করেছেন। সাবেক মিস ইউনিভার্স ও মিস অ্যারিজোনাও অভিযোগ করেছেন, নগ্ন-আধা নগ্ন অবস্থায় ট্রাম্প তাদের পোশাক বদলের কক্ষে ঢুকে পড়তেন।এর বাইরে জেসিকা লিডসসহ বেশ কিছু নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন।যদিও ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হিলারির কাছে সমর্থন হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হিলারি বিরুদ্ধে কথা বললেন ট্রাম্প। তবে মাদক নেয়ার অভিযোগ আনলেও এর সপক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি। রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম তার বিরুদ্ধে ভুয়া ও ডাহা মিথ্যা অভিযোগ আনার মাধ্যমে নির্বাচনে জালিয়াতি করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।

এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলের পল রায়ান বলেছেন, আগামী ৮ নভেম্বরের নির্বাচন অত্যন্ত সততার সঙ্গে পরিচালনা করা হবে। তিনি অবশ্য ট্রাম্পকে সমর্থন করছেন না। রিপাবলিকান দলের জ্যেষ্ঠ অনেক নেতা ট্রাম্পের থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button