আন্তর্জাতিক

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

এ বি এন এ : সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে ইয়েমেনের অজ্ঞাত একটি স্থান থেকে ছোঁড়া হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির কণ্ঠস্বর পরিষ্কার শোনা গেছে এবং তিনি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।   স্কাড-টাইপ বোরকান-১ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটারের বেশি এবং এটি সাড়ে বারো মিটার লম্বা। এ ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আগে, শুক্রবার সৌদি বাহিনী ইয়েমেনে দুই দফা বিমান হামলা চালায়। এতে ১২ জনের বেশি মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

Share this content:

Related Articles

Back to top button